বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

লাইফ সাপোর্টে অপরিবর্তিত ডা. জাফরুল্লাহ

লাইফ সাপোর্টে অপরিবর্তিত ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। লাইফ সাপোর্টে তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়ক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফি এ তথ্য জানিয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সকাল দশটার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে রাত আটটা পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।

ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেও সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |