বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বাংলা’র দিপা গাইবেন দক্ষিণ কোরিয়ায়

বাংলা’র দিপা গাইবেন দক্ষিণ কোরিয়ায়

মাহমুদুল হাসান রতন:বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপা। যিনি স্টেজে উঠেই তার মিষ্টি হাসিতে মন কেড়ে নেন দর্শকদের। মায়াবী চেহারার এই কণ্ঠশিল্পী মুহূর্তেই হয়ে যান সবার আপনজন। এ যেন বিধাতার ঐশ্বরিক অবদান। গুনি এই শিল্পী স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে সম্প্রতি দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছেন তিনি। সেখানে একটি শোতে অংশ নেবেন। আজই দেশটির বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে গাইবেন দিপা।

দিপা জানান, ২০ দেশের অংশগ্রহণে এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর আগে ২০২২ সালেও একই উৎসবে গেয়েছিলেন তিনি। দিপা দক্ষিণ কোরিয়া থেকে বলেন, এটা এমন একটি উৎসব যেখানে ২০ দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাদের দেশকে প্রতিনিধিত্ব করে। লোকসংগীত নিয়ে প্রতিনিধিত্ব করবো আমি, এটা আমার জন্য গর্বের একটি ব্যাপার। আশা করছি খুব ভালোভাবে শো শেষ করতে পারবো। এদিকে অনুষ্ঠান শেষে ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে দিপার। দেশে ফিরেই তিনি ব্যস্ত হবেন নতুন গানে। পাশাপাশি চলবে স্টেজ শো। দিপা বলেন, নতুন একাধিক গানের কাজ রয়েছে সামনে। তাছাড়া সামনেই শীত। স্টেজের মৌসুম। হয়তো টানা ব্যস্ততা যাবে সে সময়টায়। পরিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন এই গায়িকা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |