মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৪০

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৪০

নিজস্ব  প্রতিবেদক: টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে।গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বস্তির বিভিন্ন ঘরে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।

সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |