বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব

আরিফুর রহমান, ববি প্রতিনিধিঃ বাংলার সংস্কৃতিতে নবান্ন একটি বিশেষ উৎসব, যা ধান কাটার আনন্দ ও কৃষিভিত্তিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী এই উৎসবের প্রতিচ্ছবি তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী নবান্ন উৎসব।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে বাঙালির ঐতিহ্য নবান্নের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে মুক্তমঞ্চের মাঠে দুই দিনব্যাপী এ নবান্ন উৎসব শুরু হয়, যা শেষ হয় শুক্রবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড দল বনসাই ও সপ্তর্ষি উৎসব মঞ্চে গান পরিবেশন করে। এ ছাড়া পদাতিকের অর্ধশত সদস্যের কোরাস গান, নাচ ও অভিনয় ছিল মূল আকর্ষণ। এবার মেলায় নাগরদোলাসহ ২৮টি স্টলে বাঙালির শাশ্বত ঐতিহ্যের হরেক রকম পণ্যের দেখা মিলে। শুক্রবার রাতে বনসাই ও সপ্তর্ষি ব্যান্ডসহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেবের গান পরিবেশনের মাধ্যমে শেষ হয় হয় এই দুই দিনব্যাপী নবছন্দে নবান্ন উৎসব।

বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এমন একটি উৎসবে অংশ নেওয়া আমার জন্য নতুন অভিজ্ঞতা। নবান্ন উৎসব আমাদের কৃষ্টির প্রতীক। আমাদের ব্যস্ত জীবনে এমন আয়োজন শুধু মনকে প্রশান্ত করে না, বরং নতুনদের নিজেদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলে। ভবিষ্যতে আরও বড় আকারে এমন আয়োজনের প্রত্যাশা করি।

আয়োজকরা জানান, এই উৎসব কেবল একটি বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের গ্রামীণ জীবনের মূল সুর ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে তা পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবান্ন উৎসব তাই হয়ে উঠেছে এক মিলনমেলা, যেখানে সবাই একসঙ্গে উদযাপন করছে বাংলার ঐতিহ্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |