শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

অনলাইন ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের কর্মসূচির কথা জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র‍্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। র‍্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকেরা অংশ নেবেন।

এ ছাড়া এদিন বাদ মাগরিব বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |