বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের ডিডি দীনমনি শর্মার টাকার খনি

ফায়ার সার্ভিসের ডিডি দীনমনি শর্মার টাকার খনি

 শারিকা আইরিন : ভারতীয় গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে পরিচিত ফায়ার সার্ভিসের উপ -পরিচালক (ডিডি)দিনমনি শর্মা। উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে স্বৈরাচার সরকারের ভারতীয় কোটায় বিশেষ ক্ষমতার দাপটে নিয়োগ বদলে বাণিজ্য সহ নানা রকম অনিয়মে গড়েছেন সম্পদের পাহাড়। অনিয়ম -দুর্নীতির শিরোমণি উপ-পরিচালক দীনমনি শর্মা স্টেশন অফিসার থেকে সিলেট ফায়ার সার্ভিসে একচাটিয়া আধিপত্য বিস্তার করেছেন। সিলেটে ইন্সপেক্টর হিসেবে থাকার পরে তিনি উপসহকারী পরিচালক হিসেবে নারায়ণগঞ্জ বেআইনি লাইসেন্স প্রদান করা ফ্যাক্টরি কাজ থেকে কোটি টাকা অনৈতিকভাবে আয় করেছেন। পরবর্তীতে ডিএডি হিসেবে সিলেট বদলি হয়ে দিনমণি শর্মা। পরে মোটা অংকের টাকার বিনিময়ে পদোন্নতি পান।

স্বৈরাচার সরকারের গণহত্যার অন্যতম সহযোগী পলকের দুইপাশে দাঁড়িয়ে থাকা দিনমণি ও ডিডি সালেহ উদ্দিনের ঘনিষ্ট চিত্র সংশ্লিষ্ট দপ্তরে একটি কথা প্রচলিত রয়েছে, যে ফায়ার সার্ভিসের টাকার খনি। ওয়্যারহাউস প্রিভেনশন অধিদপ্তর সেই খনি । সেখানে সহকারি পরিচালক হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন তিনি। বিভিন্নভাবে ঢাকা শহরে বিভিন্ন বহুতল বিল্ডিং এর মালিকের কাছ থেকে নানা রকম ফন্দি-ফিকিরের মাধ্যমে অনৈতিকভাবে টাকা হাতিয়ে রাজধানী ও সিলেটে গড়েছেন সম্পদের খনি। পদোন্নতি পেয়ে টাকা দিয়ে উনি ডিডি ঢাকা সর্বোচ্চ পদে তিনি বহাল হন।

ডিডি ঢাকা হয়ে সকল স্টেশন অফিসারদের কাছে বিক্রির মাধ্যমে তেল বিক্রির টাকা হাতিছেন তিনি।এখানেই তাঁর দুর্নীতি শেষ নয় পরে তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এলাকা, বাণিজ্যিক নগরী চিটাগাং এর উপপরিচালক পদে আসীন হয়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং বিভিন্ন নামে বেনামে ওই সমস্ত সম্পদ গড়েছেন । নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে জানা যায়, জানা গেছে রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি ২৪০০ স্কয়ার ফিট একটি ফ্ল্যাট রয়েছে তার নিজের নামে। ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশনে প্লট ও ফ্ল্যাট করেছে বলে সূত্রের দাবি।

এছাড়াও সিলেটে হাওর এলাকায় ১০ একর চা বাগানে ৫ একর জমি কিনেছেন ১০ একর নিজে এবং পরিবারের নামে রয়েছে। একটি সিলেট শহরের আবাসিক হোটেল ও একটি রেস্টুরেন্ট রয়েছে। পূর্বাচল ৩০০ ফিটে ২০ কাঠা জমিও কিনেছেন। তার পারিবারিক চলাচলের জন্য রয়েছে একটি প্রাইভেটকার ও নোহা গাড়ি। নামে বেনামে রয়েছে ব্যাংক ব্যালেন্স। এছাড়াও হুন্ডির মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় সেকেন্ড হোম গড়ে তুলেছেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রভাবশলী কর্মকর্তা হিসেবে সকলের কাছে আতঙ্ক ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |