বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার আগামী কয়েক দিনের মধ্যে চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে শনিবার (৪ জানুয়ারি) এ ঘোষণা দেন।
কেন্দ্রীয় সরকার গঠনে অস্ট্রিয়ার লিবারেল পার্টি তিন-দলীয় জোটের আলোচনা থেকে সরে আসার একদিন পর এই ঘোষণা দিলেন তিনি।
এ পদক্ষেপের ফলে দেশটিতে সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার লক্ষে ডানপন্থীদের সঙ্গে আলোচনা অথবা নতুন করে নির্বাচন হতে পারে।
এক এক্স বার্তায় কার্ল নেহামার ঘোষণা করেছেন, তিনি পিপলস পার্টির প্রধান এবং চ্যান্সেলর উভয় পদ থেকেই পদত্যাগ করবেন।
গত সেপ্টেম্বরের নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে। চ্যান্সেলর কার্ল নেহামার কনজারভেটিভ পিপলস পার্টি ছিল দ্বিতীয় অবস্থানে। দলটি ভোট পেয়েছে ২৬ শতাংশ। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা।
কার্ল নেহামা জানান, তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে ঐকমত্য হতে পারেনি।
আলোচনার প্রক্রিয়ায় উদারপন্থী হিসেবে পরিচিত নিওস নামে আরেকটি রাজনৈতিক দল যুক্ত ছিল। গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়ায় দলটি।
ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকল এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনের পরবর্তী সময়ে জোট গড়ার আলোচনায় এরই মধ্যে তিন মাস নষ্ট হয়েছে। কিন্তু এই সময়ে স্থিতিশীলতার পরিবর্তে বিশৃঙ্খলা দেখা গেছে।