বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানা কমপ্লেক্সের ভেতর থেকে আল আমিন নামের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর থেকে গণমাধ্যমকর্মীসহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |