বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

লাইব্রেরি ও দুই হলের নাম বদলে দিলেন ববি শিক্ষার্থীরা

লাইব্রেরি ও দুই হলের নাম বদলে দিলেন ববি শিক্ষার্থীরা

আরিফুর রহমান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লাইব্রেরি ও দুই হলের নাম বদলে নতুন নামের ব্যানার টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন নামের ব্যানার টাঙিয়ে দেয়। এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নামের ব্যানার সরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার-বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু হল এর পরিবর্তন করে বিজয় ২৪ হল, শেখ হাসিনা হলের পরিবর্তে কবি সুফিয়া কামাল হল নামের ব্যানার টাঙিয়ে দেয় তারা।

জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের ৩ হল ও লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি জানায় শিক্ষার্থীরা। পরবর্তীতে গত ২ ডিসেম্বর হলের নাম পরিবর্তন বিষয়ক কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তবে কমিটি গঠনের ১ মাস পেরিয়ে গেলেও আসেনি কোনো সিদ্ধান্ত।

রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলাম। প্রশাসন নাম পরিবর্তনের জন্য কমিটি করলেও তাদের কোনো কার্যকরী মিটিং হয়নি বা কোন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছিল না। প্রশাসন ব্যর্থ হলে, আমরা শিক্ষার্থীরা পরিবর্তন করে দিয়েছি। আমরা সম্মিলিত সিদ্ধান্তে, নামগুলো নির্ধারণ করেছি, এগুলো নিয়ে কোন বিতর্ক হবে না।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন,আমরা প্রশাসনের কাছে অনেক আগেই স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু প্রশাসন নাম পরিবর্তন করতে পারেনি। তাই আমরা শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে দিয়েছি। আমরা চাই প্রশাসন এই নাম গুলো বহাল রাখুক। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন কি নাম হবে এটা নিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, তাই পরিবর্তন করা হয়নি। অতি শীঘ্রই এটাও পরিবর্তন করা হবে।

হলের ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন বিষয়ক কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ মেহেদী হাসান বলেন, হলের নাম পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সাথে একটি মিটিং করেছি, পরবর্তীতে উপাচার্যের সাথেও এ বিষয়ে কিছু কথা বলা হয়েছে। কমিটি থেকে নামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্টুডেন্টরা যদি কিছু করে থাকে তবে সেটা তাদের স্ক্রিপ্ট থেকে হয়তো করেছে।

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মনোয়ারা বেগম জানান, নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে দিয়েছেন যেখানে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছে। নাম পরিবর্তনে আমাদের কাজ চলমান ছিলো, তবে কি নাম হবে তা চুড়ান্ত সিদ্ধান্ত আসিনি। হঠাৎ করে আজ দেখলাম কিছু শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হল নাম দিয়ে ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. টি. এম রফিকুল ইসলাম বলেন, নাম পরিবর্তন সংক্রান্ত যে কমিটি হয়েছে,সেই কমিটিতে বিভিন্ন নাম সাজেস্ট করবে। সেই সাজেশন এর উপর ভিত্তি করে সিন্ডিকেট একটি সিদ্ধান্ত নিবে। সেই সিদ্ধান্ত যখন এপ্রুভ হবে তখন ফাইনালি নাম পরিবর্তন করা হবে। কমিটি থেকে কোনো সিদ্ধান্ত আসছে কিনা এ বিষয়ে আমার জানা নেই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |