রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

ঢাবির হলে ছাত্রদলের পোস্টারিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবির হলে ছাত্রদলের পোস্টারিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’  উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত পোস্টার লাগিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। পোস্টার লাগানোর প্রতিবাদ ও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) ছাত্রদলের কর্মীরা পোস্টারিং করায় বিষয়টি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলে। পরে রাত ৯টার সময়ে হল চত্বর (হল পাড়া) এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর মধ্যরাত পর্যন্ত চলে এই মিছিল।

এ সময় তারা ছাত্ররাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি হল চত্বর হয়ে মল চত্বর, ভিসি চত্বর ও রাজু ভাস্কর-টিএসসি প্রদক্ষিণ করে।

একাধিক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগ যে পদ্ধতিতে ক্যাম্পাস দখল করে রেখেছিল, পুরো ক্যাম্পাসকে পোস্টার দিয়ে ভরে রাখত বিভিন্ন ইস্যুতে, ঠিক সে কায়দায় ছাত্রদলও করছে। বিজয় একাত্তর হলের গেটে এমনভাবে পোস্টার লাগানো হয়েছে যে, এটা হল নাকি পার্টি অফিস বোঝা যাচ্ছে না। আমরা এ রকম দখলদারি থেকে মুক্তি চাই।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, এখন পোস্টার লাগাচ্ছে, পরে হল, গণ রুম, গেস্টরুম চালু করবে। আমরা এসব হতে দেব না। আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই।

এদিকে রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে বা আশপাশে কোনো ধরনের পোস্টার লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে হল প্রশাসন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াল লিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |