বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সাড়ে চার ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানা সূত্রের বরাতে তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক সাড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |