বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

ইসলামিক নাশিদ এর জাতীয় ও আন্তর্জাতিক মেগা রিয়েলিটি শো শুভ উদ্বোধন 

ইসলামিক নাশিদ এর জাতীয় ও আন্তর্জাতিক মেগা রিয়েলিটি শো শুভ উদ্বোধন 

হায়দের হাওলাদার

আকিজ প্লাস্টিকস এর সৌজন্যে এবং হ্যাভেন টিউন এর আয়োজনে ইসলামিক  নাশিদ জাতীয় ও আন্তর্জাতিক মেগা রিয়েলিটি শো এই প্রতিযোগিতায় ৩ বছর বয়স থেকে ৪০  বছর বয়স পর্যন্ত যে কোন বয়সের শিশু৷ ও কিশোর এবং তরুণ,যুবক অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীগনকে দেয়া হবে নগত অর্থসহ মোট ৫ লক্ষ টাকার পুরস্কার৷

আগামী ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি সারাদেশে রেজিষ্ট্রেশন চলবে এবং সকল জেলার অডিশন শুরু হবে ২৫ জানুয়ারি ২০২৩ থেকে মূল অনুষ্ঠানটি প্রচার কারা হবে রমজানে প্রতিদিন
,আজ ৯ জানুয়ারি ২০২৩ রোজ সোমবার, বিকাল ৩ টায়, জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় তলায়৷ নাশিদ স্টার ২০২৩ অনুষ্ঠানটি ধারাবাহিক কার্যক্রমে শুভ উদ্বোধন ও প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়৷

উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সংস্কৃতিক  ব্যক্তিত্ব কবি আসলাম সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফুর রহমান আগুন,  এবং শিল্পী আমিরুল মোমেনিন মানিক,সাংবাদিক কামরুজ্জামান বাবুল আরো উপস্থিত ছিলেন গীতিকার সুরকার আব্দুল কাদির হাওলাদার, অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন হ্যাভেন টিউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব গাজী আনাস রাওশান। সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে আকির এভাবে সব সময় এগিয়ে আসবে বলেও তারা আশাবাদ ভক্ত করেন এবং এ ধরনের উদ্যোগে বড় বড় উদ্যোক্তাদের সম্পৃক্ততা কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |