শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

সাউদার্ন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাউদার্ন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ফারহানা মহসিন, চট্টগ্রাম:

 

আজ সোমবার (১০ এপ্রিল) চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত নিবার্চনে বিভিন্ন বিভাগের অ্যালামনাই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে এ কমিটি গঠন করা হয়।

 

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপাচার্য, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (সভাপতি), আবু জাফর মো. ওমর ফারুক (সহ-সভাপতি), মো. শহিদুল ইসলাম মামুন (সাধারণ সম্পাদক), ড. মো. নাজমুস সায়াদাত (কোষাধ্যক্ষ- উপাচার্য কর্তৃক মনোনীত), আবদুল্লাহ আল ফারুক (অফিস সেক্রেটারি), মোহাম্মদ রাশেদুল আলম রাশেদ (সাংগঠনিক সম্পাদক), মো. ইফতেখারুল আলম (ছাত্র কল্যাণ সম্পাদক), মো. আতাউর রহমান খান (সাংস্কৃতিক সম্পাদক), মো. আব্দুল আউয়াল (ক্রীড়া সম্পাদক), মো. ফিরোজ উদ্দিন আহমেদ (বৈদেশিক বিষয়ক সম্পাদক) এবং প্রকৌশলী দিলদার হোসেন (প্রেস ও প্রকাশনা সম্পাদক)।

 

নিবার্চন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |