বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

কৃতির প্রেমে ‘লাজুক’ প্রভাস

কৃতির প্রেমে ‘লাজুক’ প্রভাস

বলিপাড়ায় নতুন গুঞ্জন। প্রেম করছেন বাহুবলী তারকা প্রভাস ও নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন। আর এই গুঞ্জনের উৎস ‘কফি উইথ করণ।’ সম্প্রতি নির্মাতা-প্রযোজক করণ জোহর তার অনুষ্ঠানে ডেকেছিলেন কৃতিকে। সেখানে একটি মজাদার মুহূর্তে কৃতি ফোন করেন প্রভাসকে। আর সেই থেকেই শুরু।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার সেটে প্রথম দিন থেকেই ভাল সম্পর্ক গড়ে উঠেছিল কৃতি এবং প্রভাসের মাঝে। প্রভাস এমনিতে বেশ লাজুক। তবে সিনেমার সেটে কৃতির সঙ্গে বেশ প্রাণবন্তভাবে কথা বলতে দেখা গেছে তাকে। ফলে তাদের বন্ধুত্বের মাঝে যে বিশেষ কিছু আছে তাতে কারও সন্দেহ নেই। যদিও দুজনেই নিজেদের বুঝতে সময় নিচ্ছেন। এখনই কিছু জানাতে চান না তারা।

উল্লেখ্য, প্রভাস কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে জল্পনা বরাবরই তুঙ্গে ছিল। অনেকের ধারণা ছিল তিনি আনুশকা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর মাঝে উঠে এল কৃতির নাম। বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। প্রায়শই নানা প্রেমের গুঞ্জন বাতাসে ভাসে।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাস-কৃতি রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন। যদি বাস্তবে তারা সম্পর্কে জড়ান, তাহলে তা সিনেমার ব্যবসাতেও প্রভাব ফেলবে। ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |