বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

মিজানুর রহমান আজহারীর পোস্টে আসিফের মন্তব্য, পেলেন জবাবও

মিজানুর রহমান আজহারীর পোস্টে আসিফের মন্তব্য, পেলেন জবাবও

নিজস্ব প্রতিবেদক:নিজের ফেসবুক পেজ থেকে ধারাবাহিক লাইভের দ্বিতীয়পর্বে আসার ঘোষণা দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে একটি মন্তব্য করেন সংগীতশিল্পী আসিফ আকবর।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মিজানুর রহমান লেখেন, ‘‘বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় আমার এই পেইজ থেকে লাইভে আসব। সূরা আন-নুরের আলোকে ‘জ্যোতির উপর জ্যোতি’ শিরোনামের রমাদান লাইভ সিরিজের ২য় পর্বে সবাইকে স্বাগতম।’’ তিনি আরও লেখেন, ‘আজকের লাইভে প্রথম কয়েক মিনিট আপনাদের কমেন্টসগুলো পড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং প্রবাসীরা কোন দেশ থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন।’

ওই পোস্টের কমেন্টে আসিফ আকবর লেখেন, ‘আলোচনার টপিকটা খুবই গুরুত্ব বহন করে। লাইভে না পারলেও রেকর্ডেড ভার্সনটা দেখা এবং শোনার আগ্রহ প্রকাশ করছি। ভাল থাকুন।’আসিফের এই মন্তব্যের এর জবাবও দেন মিজানুর রহমান আজহারী।

তিনি লেখেন, ‘শুকরিয়া, কুরআনের কথাগুলো শুনার আগ্রহ ব্যক্ত করতে দেখে ভালো লাগল। কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের মন ও মনন।’ দুজনের মন্তব্যেও ভালোবাসা জানিয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |