শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ সিরাজুল ইসলাম, পিতা-সুরুজ মিয়া, সাং-ইসলামপুর, মোঃ মাহমুদুল আমিন বিপ্লব, পিতা-মীর মোহাম্মদ শশী, সাং-উত্তর ইটাখোলা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ইতিপূর্বে ০৫ টি মাদক মামলার আসামী মোঃ বাদল মিয়া (৩৩), পিতা-মৃত উসমান গনি, সাং-কড়াইতলী, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার ও ভারতীয় থামি (কাপড়-চোপর) সহ চোরাকারবারী সৃজন ধ্রং(২০), পিতা-আলভিন নকরেক , আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শান্ত চিসিম(১৫), পিতা-সুনিল রিছিল, উভয়সাং-পূর্ব গোবরাকুড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদ্বয়সহ মোট=০৫ জন আসামীকে গ্রেফতার করিয়া অদ্য ২১/১১/২০২৪ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়