শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি : উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে, একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্ব বাহকদের সাথে যুবদের সমন্বয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত অধিপরামর্শ সভায় ১৯ ও ৩৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজার, নারী সার্কেল দলের সদস্যবৃন্দ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯নং ও ৩৫ নং ওয়ার্ডের ১০টি যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।
ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রেশমা আকতার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, নূরুল আলম মিয়া, মো: মোবারক আলী, বিবিএফ এপিলাপ প্রকল্পের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী এবং প্রজেক্ট অফিসার সরস্বতী সরকার। সভায় অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার উপর এলাকাভিত্তিক ক্যাম্পেইন হতে প্রাপ্ত সমস্যাগুলোর আলোকে যুবরা সংশ্লিষ্ট দায়িত্ব বাহকদের সামনে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় যুবদের মধ্য হতে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সাধারন সম্পাদক শোয়েব চৌধুরী বাচ্চু, যুব সদস্য আয়াজ পাশা, জাবির বিন সোলাইমান, সাকিবুল হাসান, কর্ণফুলী সার্কেল দল সভাপতি ফাহিমা বেগম এবং ১৯ ও ৩৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজারবৃন্দ।
বক্তারা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমূহ তুলে ধরেন । এতে গতিশীলতা আনায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয়তা কার্যক্রমে যুবদের অন্তভূক্তকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরবর্তীতে প্যানেল আলোচকগণ যুবদের উত্থাপিত সমস্যাগুলোর আলোকে বলেন, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী, পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ইত্যাদি সমস্যা বর্জ্য ব্যবস্থাপনায় থাকলেও সবচাইতে গুরুত্বপূর্ণ হল জনসাধারনের সচেতনতা যার অভাবে অপচনশীল সহ সকল ধরনের বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অতীতে গৃহিত বেশির ভাগ পদক্ষেপ সফলতা পায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: মোবারক আলী বলেন, বর্তমানে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে সফলতা পেয়েছে।
তাই হয়ত অদুর ভবিষ্যৎে সকল ওয়ার্ড পর্যায়ে এই পদ্ধতিতে বর্জ্য অপসারনের ফলে অপচনশীল সহ সকল ধরনের বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে। এছাড়াও তিনি যুবদের উদ্যোগে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রাখার জন্য যুব সদস্যদের এবং ব্রাইট বাংলাদেশ ফোরামকে আহবান জানান।উল্লেখ্য, ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ ও ৩৫ নং ওয়ার্ডে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শিশু অধিকার সমুন্নতকরণ, যুবউন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থা সমূহকে সংবেদশীল করার লক্ষ্যে লোকাল রাইটস প্রোগ্রাম তথা “এডভান্স প্রোগ্রাম ফর ইমপ্রুভড্ লাইফ স্টাইল অব দ্য আরবান পুওর” (এপিলাপ) প্রকল্প বাস্তবায়ন করছে।