মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

স্বামী-স্ত্রী পরিচয়ে রাতে নেওয়া বাসায় সকালে মিললো নারীর লাশ

স্বামী-স্ত্রী পরিচয়ে রাতে নেওয়া বাসায় সকালে মিললো নারীর লাশ

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে সোনিয়া খাতুন (২৪) নামে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পরিচয় দেওয়া রুবেল হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার রহস‍্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

নিহত সোনিয়ার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায় বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |