বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক দিল্লি

সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক দিল্লি

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশে। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। তারা পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে।

দিল্লির বাহিনী হেরন টিপি’র মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতাও চালাচ্ছে দেশটি।

সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসেছে ভারত।

সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের মানবহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। যা যাচাই করে দেখছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী।

যদিও ঢাকা জানিয়েছে, তারা প্রতিরক্ষার উদ্দেশেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে। তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা দাবি করছে, হাসিনার পতনের পর থেকেই সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থিরা। ভারতের গোয়েন্দাদের দাবি উগ্রপন্থি ও চোরাকারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল।

ইন্ডিয়া টুডেকে ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন। কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারতবিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়নের বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এ বছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে সংবাদমাধ্যমটি দাবি করেছে, হাতে পাওয়া ১২টি ড্রোনের মধ্যে ৬টির ব্যবহার শুরু করেছে ঢাকা।

বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ইতিমধ্যেই উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে। সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপি’র মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে।

এক উচ্চ পদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে দেশটি। এ বিষয়ে নিজেদের অংশীদারদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |