সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ

নিজস্ব  প্রতিবেদক: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ফাড়ির উপপরিদর্শক সগির হোসেন বলেন, আজ ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে শ্রীনগর সিংপাড়া আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |