সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হবে: রিজওয়ানা হাসান

পরিবেশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হবে: রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক: পরিবেশ রক্ষায় পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাহাড় কাটা বন্ধে পাহাড়ে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি টহল বাড়ানো হবে। পাহাড় মালিকদের চিঠি দিয়ে পাহাড় না কাটতে সতর্ক করা হবে। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন উৎপাদনকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্যাকেজিং পণ্যে বারকোড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

এ সময় বাজার ও সুপারশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন ভর্তি ট্রাক আটকানোর ওপর জোর দেন তিনি।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |