রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

দেশে আসছে ভারত থেকে ২৪ হাজার টন চাল

দেশে আসছে ভারত থেকে ২৪ হাজার টন চাল

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালের প্রথম চালান দেশে আসছে ভারত থেকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ চাল নিয়ে বন্দরে ভিড়বে ভারতের জাহাজ। এ চালানে থাকবে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল। বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমদাদ ইসলাম বলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি সেদ্ধ চালের এটিই প্রথম চালান বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |