শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

হাসিনাকে ফেরত না দিলে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে: মাহমুদুর রহমান

হাসিনাকে ফেরত না দিলে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। তারা শুধু এত বড় অপরাধীকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে দিচ্ছে। কাজেই এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ভারত যদি শত্রু হতে না চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক, আমরাও তাদের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব।

তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে এমন একটি বিপ্লব হয়েছে, যে বিপ্লবে আমরা বিদেশিদের কোনো সাহায্য নিইনি। ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়, যে কারণে গত ৫৪ বছর ধরে তারা বাংলাদেশের ওপর মাতব্বরি করার চেষ্টা করেছে।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, এবার তরুণরা যে বিপ্লব করেছে, সেটা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে করেনি। তারা ভারত, আমেরিকা, চীনের দিকে তাকায়নি। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত এ দুটির ওপর ভরসা করে লড়াই করেছে, জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের সভাপতিত্বে ও সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে লেখক ও রাজনৈতিক বিশেষজ্ঞ সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |