শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন

কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক: নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয়, নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। সে প্রেক্ষিতে নির্বাচন ভবনে কর্মরত সবার তথ্যগুলো প্রয়োজন।

এই অবস্থায়, নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্য ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ বা দপ্তরভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |