Noman Group Advertisement

ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শহিদুল্লাহ মনসুর , জাবি সংবাদদাতা

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৪:৫২ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

মাগুরায় শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ ঘটনার দ্রুত সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবি করেন ।

রবিবার (৯ মার্চ) রাত পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ছাত্রীদের সামনে দিয়ে রাত আড়াই টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান। সেখানে তাঁরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। 

বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তবর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি । ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা একের পর এক ঘটেই চলেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বড় উদাহরণ।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলব।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে। 

Advertisement

Link copied!
Advertisement