আবাসনসহ তিন দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো আজ শুক্রবার সকাল থেকে কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যমুনাগামী সড়কের মুখে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছেন। আজ জুমার পর তারা গণঅনশন করবেন।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে জবি প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছপা হবেন না।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—
বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় পাস ও দ্রুত বাস্তবায়ন।
১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
আপনার মতামত লিখুন :