পোর্টেবল জেনারেটর মূলত পক্ষে একটি বৈদ্যুতিক শক্তির উৎস। এটি সাধারণত গ্রিড বিদ্যুৎ সরবরাহ করা ব্যর্থ হলে ব্যাকআপ হিসাবে পাওয়ার সরবরাহ করে থাকেন। এই ধরনের জেনারেটর অন্যান্য জেনারেটরের মতো ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত সহ ইত্যাদি জায়গায় বিদ্যুৎ সরবরাহ করেনা।
বরংচ এটি বিশেষ প্রয়োজনে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিসমূহ যেমন: লাইট, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ফটোকপি মেশিন, এয়ার কন্ডিশনার ইত্যাদি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই জেনারেটরটি একটি নির্দিষ্ট সময় পার হলে সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে যদি যত্নের অভাব হয়ে থাকে। প্রত্যেকটি যন্ত্রপাতিই একটি বিশেষ নিয়ম অনুসরণ করে পরিষ্কার করতে হয় যাতে করে পরবর্তীকালে কোন সমস্যা না হয়।
আর তাই পোর্টেবল জেনারেটরেরও সঠিক যত্নের দরকার রয়েছে। ঠিক কিভাবে যত্নটি নিবেন সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন জেনে নেই। পোর্টেবল জেনারেটরের মধ্যে সাধারণত সমস্যাগুলো কি কি হয়ে থাকে?
পোর্টেবল জেনারেটরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে: কার্বুরেটরের মধ্যে ময়লা বা ধূলা জমা এয়ার ফিল্টারের মধ্যে জমে থাকা ধূলোবালি নষ্ট স্পার্ক প্লাগ এর মধ্যে জমাট বাঁধা ধূলো, ইত্যাদি। পোর্টেবল জেনারেটরের যত্নে যা করবেন? পোর্টেবল জেনারেটর গুলো মূলত জরুরি প্রয়োজনেই বিশেষ বিশেষ বৈদ্যুতিক গ্যাজেটসমূহের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। তবে অতিরিক্ত শব্দ দূষণের কারণে কিংবা ধুলোবালি জমে থাকার কারণে জেনারেটরের ভেতরের যন্ত্রাংশের ফাংশনগুলো সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হতে পারে। ঠিক কি কি কারণে জেনারেটরের মধ্যে সমস্যা তৈরি এবং যত্নে রাখতে ঠিক কি কি করবেন চলুন নিচের থেকে জেনে নেই। প্রতিদিন অন্তত পক্ষে একবার এক্সটেরিওর ক্লিনিং এর দিকে নজর দেওয়া পোর্টেবল জেনারেটরে সবচাইতে বেশি সমস্যা হয় এক্সটেরিওর ক্লিনিং এর দিকে কম নজর দেওয়ার কারণে।
তাই নিয়মিত বা সপ্তাহ অন্তর দুই থেকে তিন দিন পরপর আপনার উচিত এর এক্সটেরিওর ক্লিনিং এর দিকে নজর রাখা।
এক্সটেরিওর ক্লিনিং এর জন্যে যা যা করতে হবে তা নিচে সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হলো:
জেনারেটর থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল সোর্স গুলোকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিন। একটি ভেজা তোয়ালে কিংবা নন-ফ্ল্যামের ডিগ্রেসার দিয়ে আপনি এটির এক্সটেরিওর সার্ফেসের উপরিভাগ টিকে পরিষ্কার করুন। এবার, জেনরেটরের উপরের পার্টসগুলোকে আলাদা করে একটি সফট ব্রাশ দিয়ে ধুলোবালি পরিষ্কার করে নিন। বিশেষ করে, এয়ার ইন্টেক গ্রিল, এক্সহোস্ট সিস্টেম এবং অন্যান্য সিরাভিক্স থেকেও এর ময়লা, ধূলোবালি পরিষ্কার করে পুনরায় এগুলোকে প্রতিস্থাপন করে নিন। পোর্টেবল জেনারেটরকে প্রতিবার হালকা ভেজা কাপড় দিয়েই পরিষ্কার করাই শ্রেয়। অনেকেই আছেন, এগুলো পরিষ্কারের জন্যে বাগানে পানি দেওয়ার বা গাড়ি পরিষ্কারের ওয়াটার হোস ব্যবহার করে থাকেন। সরাসরি পানির সংস্পর্শে এই যন্ত্রাংশগুলোতে সহজেই মরিচা পরতে পারে। তাই এ ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। সপ্তাহ অন্তর ইন্টেরিওর ক্লিনিং এর দিকেও বিশেষ নজর রাখা যে কোন জেনারেল টাইপের জেনারেটর থেকে পোর্টেবল জেনারেটর বলতে গেলে একটু বেশিই আলাদা হয়ে থাকে। এর জন্যে শুধু এক্সটার্নাল নয়, ইন্টার্নাল ক্লিনিং-এ ও আপনাকে হতে হবে বিশেষ যত্নশীল। নিচে ইন্টেরিওর ক্লিনিং-এ আপনাকে ঠিক কি কি করতে হবে তা জানানো হলো: জেনারেটরের মধ্যে কার্বুরেটরকে অনেক সময়ই আলাদা করে ফেলা যায়। আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে, প্রতি মাসে অন্তত একবার কার্বুরেটরের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এয়ার ফিল্টারের মধ্যে জমে থাকা ময়লাও অনেক সময় জেনারেটরকে সঠিকভাবে ফাংশন করতে অসুবিধার সৃষ্টি করে থাকে। এসব ক্ষেত্রে আপনি চাইলে এয়ার ফিল্টারকে আলাদাভাবে পরিষ্কার করতে পারেন। এই ফিল্টারটিকে আপনি আলাদাভাবে খুলে নিয়ে একটু সাবানগোলা পানি দিয়ে ধুঁয়ে, এরপর এটিকে হালকা বাতাসে শুকিয়ে নিতে পারেন। যদি প্রয়োজন হয় তো, আপনি জেনারেটর থেকে স্পার্ক প্লাগটিকে খুলে নিতে পারেন এবং একটি স্পার্ক প্লাগ ক্লিনার দিয়ে এটিকে সঠিকভাবে পরিষ্কারও করে নিতে পারেন। উপরের সমস্ত বিষয়গুলো বিবেচনাধীন রেখেই আপনি আপনার জেনারেটরটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
শুধু তাই নয়, একটি পোর্টেবল জেনারেটর বেশিরভাগ সময়ই আপনাকে ১০০% নিশ্চিত সেবা প্রদান করতে সক্ষম। সেজন্যে আপনার পোর্টেবল জেনারেটর যদি ভালো রাখতেই হয় তবে উপরের দিক নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
আপনার মতামত লিখুন :