Noman Group Advertisement

আন্তর্জাতিক গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সেরা দশে জাবিপ্রবি

ইয়াসির আরাফাত , জাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ৩১ মে, ২০২৫, ০২:৫৯ পিএম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রে এক গর্বিত অধ্যায়ের সূচনা করেছে। বিশ্ব বিখ্যাত নেচার ইনডেক্স ২০১৫-এর (Nature Index) প্রকাশিত তালিকায় বাংলাদেশের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ম স্থান অর্জন করেছে শিক্ষালয়টি। যদিও সেখানে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ উল্লেখ করা হয়েছে। 

জানা যায়, বৈশ্বিক গবেষণার মানদণ্ডে উচ্চমানের গবেষণা প্রকাশের ভিত্তিতে প্রণীত এই সূচকে আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়  মতো অভিজাত প্রতিষ্ঠানগুলোর পাশে উঠে এসেছে জাবিপ্রবির নাম। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং ছোট বিশ্ববিদ্যালয় হিসেবে এটা গর্বের বিষয়।

এ বিষয়ে জাবিপ্রবির গবেষণা সেলের পরিচালক সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান বলেন, ‘আনন্দের বিষয় হল অসংখ্য গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় ১০ম স্থান অর্জন করেছেন। আমরা যদি ভবিষ্যতে গবেষণা খাতে আরও সুযোগ সুবিধা পাই তাহলে আরও ভালো কিছু করা সম্ভব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো রিসার্চ এর সুযোগ নেই। যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী গবেষণা করেছে তাঁরা মানসম্মত জার্নালে প্রকাশ করেছে ফলে এতো ভালো অবস্থান অর্জন করা সম্ভব হয়েছে। আশা করি ,আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরও সুন্দর রূপে তুলে ধরবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এ অর্জনে দারুণ উচ্ছ্বসিত। তাদের মতে, এই স্বীকৃতি নতুন প্রজন্মকে গবেষণামুখী ও উদ্ভাবনী ভাবনার দিকে উৎসাহিত করবে।

Advertisement

Link copied!