Noman Group Advertisement

উত্তর-পূর্ব ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫, ০৬:৩৫ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অব্যাহত ভারি বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার নিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সিকিম ও আসাম রাজ্য থেকে।

চলমান প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস ও ভূমিধসের ঘটনায় পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু পর্যটক আটকা পড়েছেন এবং হতাহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। দুর্যোগে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসন সতর্ক করে বলেছে, আসাম রাজ্যের ১৯টি জেলা বন্যার বর্তমানে বন্যায় আক্রান্ত। 

রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্ষার এই সময় সিকিমে প্রচুর পর্যটকের সমাগম থাকে, তবে পাহাড়ি ধস ও ঢলের কারণে অধিকাংশ জাতীয় সড়ক বন্ধ রয়েছে। কিছু রাস্তায় এখনো যান চলাচল চলছে, কিন্তু তা ঝুঁকিপূর্ণ।

মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

ব্রহ্মপুত্র, বরাক ও কপিলি নদীর পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে, যা বন্যার অবস্থা আরও সংকটময় করছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণই এই বন্যার মূল কারণ। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা কাজ করছেন ক্ষয়ক্ষতি কমানোর জন্য।

Link copied!