আগামী ২১ ও ২২ আগস্ট ২০২৫ তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের W. Factory Event Space-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট (IES) ২০২৫’। সামিটটির আয়োজক মালয়েশিয়াভিত্তিক সংগঠন জেসিআই পেতালিং জায়া (JCI Petaling Jaya) এবং সহ-আয়োজক ইয়ুথ হাব ফাউন্ডেশন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “টেকসই বৈশ্বিক ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন”। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকসই উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হবে এবারের সামিটে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসায়িক নেতৃত্বগণ অংশ নেবেন এবং একটি অংশগ্রহণমূলক ভবিষ্যৎ গঠনে কাজ করবেন।
সামিট উপলক্ষে গত ৩ জুলাই ২০২৫ তারিখে কুয়ালালামপুরের WORQ Co-Working Space-এ এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক ও ট্রেজারার সুমাইয়া জাফরিন চৌধুরী, প্রধান স্পনসর MoneyX-এর ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর মি. চু জুন কিয়ং, গালা ডিনার ভেন্যু ও খাদ্য সহযোগী W Factory ও Running Man-এর প্রতিষ্ঠাতা ও সিওও মি. জোয়েল টান ওয়ে ইয়ং, অফিশিয়াল টিকিটিং পার্টনার Ticket2U-এর ইভেন্ট ডিরেক্টর মি. হেনরি চিয়া, স্পনসর ইউনাইটেড ওভারসিস ব্যাংক (UOB) মালয়েশিয়া’র স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার (বিজনেস ব্যাংকিং) মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং, কর্পোরেট ভিজিট ও মিডিয়া পার্টনার SinChew Media Daily, ভেন্যু পার্টনার WORQ Co-Working Space-এর মার্কেটিং ম্যানেজার মিস ক্যামিলা, ছবি ও ভিডিও পার্টনার Click of Shawon-এর মো. শাওন আহমেদ ও নুরুজ্জামান প্রিন্স, ব্যানার ও ব্যাকড্রপ পার্টনার Qlic Solution-এর ডিরেক্টর নিক টান এবং অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে ছিলেন PUMM KL ও সেলাঙ্গর স্টেটের স্টেট লিয়াজঁ কমিটি সেক্রেটারি মিস ক্যারেন চেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৫ সালের JCI পেতালিং জায়ার প্রেসিডেন্ট মিস মিকাসা চং এবং IES ২০২৫-এর আয়োজক চেয়ারলেডি মিস ইয়াপ মেই শিন, যারা সামিটের লক্ষ্য ও তরুণদের সম্পৃক্ততা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
📌 নিবন্ধন করতে ভিজিট করুন: https://tinyurl.com/IES2025
তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আপনার মতামত লিখুন :