জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫০ পিএম

জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের আহ্বান জানান। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি।

দলটির প্রতিক ইস্যুতে তিনি বলেন, জামায়াত আমীরের বৈঠকে এক্সপেরিমেন্টালি একটি লেগো প্রদর্শন করা হয়েছে। তবে এটাই চুড়ান্ত নয়। তিনি বলেন, পূর্বের ৫ দফা দাবি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই এই দাবির স্বপক্ষে জনগণ রাজপথে থাকবে। ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। ১০ অক্টোবর সারাদেশে গণমিছিল ও ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।

Link copied!