বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ১১:০২ এএম

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প্রহর থেকেই কার্যত অচল ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। যে কারণে ২০১৮ সালের পর আবারও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে। কংগ্রেসের বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল- রিপাবলিকান এবং ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে এর জন্য। গতকাল ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবে ৬০ ভোটের প্রয়োজন থাকলেও ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি। এর ফলে, অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধে সরকারি খরচ কাটছাঁট করার জন্য একযোগে বহু মানুষকে চাকরিচ্যুত করা হতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। আর তা হলে বন্ধ হয়ে যাবে জরুরি গুরুত্বপূর্ণ সরকারি সেবা। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন চলে।

Link copied!