ময়মনসিংহের তারাকান্দায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজন রায় ভৌমিক (রতন)-এর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর বাজার সরকারি খাদ্যগুদাম সংলগ্ন তার বাসার মূল ফটকের তালা কেটে অজ্ঞাত চোরের দল ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, একটি ভিশন এলইডি টিভি, দামী শাড়ি ও কাপড়সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
বিজন রায় ভৌমিক (রতন) জানান, পূজা উদযাপন উপলক্ষে তিনি সপরিবারে রাতে স্থানীয় পূজা মণ্ডপে অবস্থান করছিলেন। পরবর্তীতে বাসায় ফিরে এসে চুরির বিষয়টি দেখতে পান।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান বলেন, “আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
আপনার মতামত লিখুন :