সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল গাজীপুর ইউনিট প্রধান নির্বাচিত হলেন আখতার হোসেন

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ১২:০১ এএম

গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে গঠিত সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ-এর গাজীপুর অঞ্চলের নতুন নেতৃত্বে দায়িত্ব পেলেন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেন। তিনি সর্বসম্মতিক্রমে গাজীপুর অঞ্চলের ইউনিট প্রধান (গণমাধ্যম) হিসেবে নির্বাচিত হয়েছেন।

৩০ সেপ্টেম্বর প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিককে সেলের প্রধান করে  ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠিত হয়। এর একদিন পর(১ অক্টোবর) মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গাজীপুর ইউনিটের প্রধান নির্বাচিত করা হলো।

সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেন দীর্ঘদিন ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে আসছেন। সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি। সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তার নেতৃত্বে গাজীপুর অঞ্চলের গণমাধ্যম কর্মীরা নতুনভাবে সংগঠিত হওয়ার প্রত্যাশা করছেন।

সাংবাদিক মহলে জানানো হয়, আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুরে কর্মরত সংবাদকর্মীরা আরও দৃঢ় অবস্থানে দাঁড়াবেন। বিশেষ করে মাঠ পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আখতার হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, গাজীপুর অঞ্চল সাংবাদিকতায় এক উজ্জ্বল ক্ষেত্র। এখানে কর্মরত সংবাদকর্মীদের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় তিনি যথাযথ নেতৃত্ব দেবেন বলে আমরা আশাবাদী।

এদিকে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ আখতার হোসেন বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে আমি বদ্ধপরিকর। সহকর্মীদের সহযোগিতা ও সংহতি নিয়ে গাজীপুর অঞ্চলে একটি নিরাপদ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা হবে।

Advertisement

Link copied!