ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নে কাজ করছে ‘স্ক্রিপ্টি স্ফিয়ার’

মাহমুদ হাচান , শিশু সাংবাদিক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০৪:৫৫ পিএম

বিশ্বজুড়ে প্রযুক্তির জোয়ারে এগিয়ে চলেছে তরুণ প্রজন্ম। বাংলাদেশের তরুণরাও পিছিয়ে নেই। কেউ তৈরি করছে গেম, কেউ বানাচ্ছে অ্যাপ, আবার কেউ সমাজ বদলে দেওয়ার উদ্যোগ নিয়ে আলোড়ন তুলছে। সেই ধারাবাহিকতায় নতুনভাবে আলোচনায় এসেছে তরুণ উদ্যোক্তা ফজলে রাব্বির উদ্যোগ-স্ক্রিপ্টি স্ফিয়ার।

২০০৬ সালে জন্ম নেওয়া ফজলে রাব্বি শৈশব থেকেই প্রযুক্তির প্রতি অদম্য টান অনুভব করেছেন। কম্পিউটার স্ক্রিনের সামনে কোড লেখা থেকে শুরু করে,ছোট ওয়েব প্রোজেক্ট তৈরি করা-এসবই ছিল তাঁর প্রথম যাত্রা। কিন্তু তিনি শুধু সেখানেই থেমে থাকতে চাননি। ভেবেছেন—ষ-“এই দক্ষতাকে যদি সমাজের কাজে লাগানো যায়?” এই ভাবনা থেকেই সূচনা হয় স্ক্রিপ্টি স্ফিয়ার ।

যেখানে অনেক স্টার্টআপের উদ্দেশ্য কেবল ব্যবসা বা লাভ, সেখানে ফজলে রাব্বি তৈরি করেছেন ভিন্ন এক মঞ্চ। স্ক্রিপ্টি স্ফিয়ার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা একত্র হয়ে শেখে, কাজ করে এবং নতুন সমাধান উদ্ভাবন করে। কেউ ওয়েব অ্যাপ বানায়, কেউ খুঁজে আনে পরিবেশবান্ধব প্রযুক্তি, আবার কেউ সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে।

শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিতে কাজ করা। বাল্যবিয়ে, শিশু শ্রম ও নির্যাতন প্রতিরোধ।তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নারী ও কিশোরীদের প্রতি বৈষম্য ও যৌন হয়রানি রোধে সচেতনতা বাড়ানো। এছাড়া ডিজিটাল স্কিল, সাইবার সুরক্ষা, ইতিবাচক কনটেন্ট তৈরি এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে শিশু ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে কাজ কে যাচ্ছে স্ক্রিপ্টি স্ফিয়ার।

প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই স্ক্রিপ্টি স্ফিয়ার বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে- তৈরি করেছে ওয়েবসাইট ও সফটওয়্যার সল্যুশন,আয়োজন করেছে প্রযুক্তি বিষয়ক সচেতনতা কর্মশালা,যুক্ত হয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন প্রকল্পে,অংশ নিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়।বর্তমানে এটি তরুণদের জন্য হয়ে উঠছে একসাথে শেখা ও কাজ করার একটি প্ল্যাটফর্ম।

ফজলে রাব্বি কেবল একজন প্রোগ্রামারই নন। তিনি ভ্যালেন্টিয়ার অফ বাংলাদেশ-এর সক্রিয় সদস্য, বাংলাদেশ রোভার স্কাউটের অংশগ্রহণকারী এবং একই সঙ্গে একজন ম্যারাথন দৌড়বিদ। ইতিমধ্যেই ৪০টিরও বেশি পদক জয় করেছেন তিনি। শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং সামাজিক দায়বদ্ধতা, সবকিছুর সম্মিলন তাঁকে করে তুলেছে একজন সম্পূর্ণ ভিন্নধর্মী তরুণ উদ্যোক্তা।

ফজলে রাব্বির লক্ষ্য, স্ক্রিপ্টি স্ফিয়ার শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত হবে। তাঁর বিশ্বাস,তরুণরা এখানে আসবে নতুন আইডিয়া নিয়ে, আর এখান থেকেই তৈরি হবে টেকসই উন্নয়নের জন্য বিশ্বমানের সমাধান।তাঁর কথায়- “আজকের স্ক্রিপ্টি স্ফিয়ার ছোট হলেও এর স্বপ্ন সীমাহীন। আমরা চাই বাংলাদেশ থেকেই তৈরি হোক বৈশ্বিক পরিবর্তনের পথ।”

বাংলাদেশের ইতিহাসে প্রতিবারই তরুণরাই পরিবর্তনের অগ্রদূত হয়েছে। আজকের দিনে সেই পরিবর্তনের প্রধান অস্ত্র প্রযুক্তি। আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে তরুণ উদ্যোক্তা ফজলে রাব্বির স্বপ্নের প্ল্যাটফর্ম-স্ক্রিপ্টি স্ফিয়ার।

Link copied!