ফরিদপুরে ভেজাল মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান বাজারে অনুমোদনহীনভাবে গরু জবাই করে তাতে রঙ মিশিয়ে ভেজাল মাংস বিক্রির অপরাধে সোহাগ (২৮) নামে এক মাংস ব্যবসায়ীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে সাধারণ জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর মাংস বিক্রি বন্ধে পরিচালিত অভিযানে দেখা যায়, ব্যবসায়ী সোহাগ অনুমোদনহীনভাবে গরু জবাই করে মাংসে রঙ মিশিয়ে বাজারে বিক্রি করছিলেন। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সুস্পষ্ট লঙ্ঘন।

পরে ভ্রাম্যমাণ আদালত উক্ত আইনের ৫২ ধারায় সোহাগকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা প্রদান করেন।

অভিযানে সোহাগের দোকান থেকে প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

 

অভিযান পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশের একটি টিম, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!