জাতীয় সাঁতারের তৃতীয় দিনে দুটি ইভেন্ট ছিল রেকর্ডবয় সামিউল ইসলাম রাফির। দুটিতেই জিতেছেন স্বর্ণ। এর মধ্যে ব্যক্তিগত ইভেন্টে করেছেন রেকর্ড। তিনদিনে ৯ ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। রেকর্ড করেছেন ব্যক্তিগত ৬ টি ও রিলেতে দুটি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে তৃতীয় দিনে হয়েছে সাঁতারের ১০ টি ইভেন্ট। এ দিন জাতীয় রেকর্ড হয়েছে তিনটিতে। এ পর্যন্ত এবারের আসরে রেকর্ড হয়েছে ১৫ টি। প্রতিযোগিতা শেষ হবে বৃহস্পতিবার।
তৃতীয় দিন শেষে এক চেটিয়া প্রাধান্য ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৭ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সেনাবাহিনী ৯ স্বর্ণ, ১৬ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ৩ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ নিয়ে তিনে আছে।
তৃতীয় দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। দুই বছর আগে নিজের গড়া ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন রাফি। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর নূর আলম ও তৃতীয় বাংলাদেশ সেনাবাহিনীর আবু সালেক আহম্মেদ।
পুরুষদের ২০০ মিটার রিলেতে পলাশ, কাজল ও নাহিদকে নিয়ে সামিউল ইসলাম রাফি স্বর্ণ জিতেছেন ০৮.০৩.৩৯ মিনিট সময় নিয়ে। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল, জুয়েল, ফয়সাল ও সিফাত।
তৃতীয় দিনে পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ, ১৭.১৪.৩১ মিনিট সময় নিয়ে স্বর্ণ, মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর তন্ময় মালি, মহিলাদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তার, পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার, মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ নৌবাহনীর যুথি আক্তার, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বাংলাদেশ নৌবাহিনীর টুম্পা, অ্যানি, রুপা ও যুথি স্বর্ণ জিতেছেন।
আপনার মতামত লিখুন :