বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চারজন কে ফাসির আদেশ দিয়েছেন। রবিবার ২৬ (অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান—রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বেঞ্চ সহকারী আরও জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা রোকন খান, জাহিদ হাওলাদার, রাসেল গাজী ও রাজিব জমাদ্দার স্থানীয় এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে।ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। আদালতে সব সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার দুপুরে অভিযুক্ত চারজনের বিরুদ্ধেই ফাঁসির আদেশ দেন বিচারক।
 
                                 
                                
                                                                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
        
আপনার মতামত লিখুন :