মৃত্যুর চার দিন পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫১ পিএম

রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর চার দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদসহ সব পদ ফিরিয়ে দেওয়া হলো।”

চিঠিতে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর, অথচ নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) ওই চিঠি রাজাপুরে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বিষয়টিকে ‘একজন ত্যাগী নেতার সঙ্গে তামাশা’ বলে অভিহিত করেছেন।

রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।”

নাসিম আকনের ঘনিষ্ঠজন, বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “বিএনপির মিডিয়া সেল থেকে আজ (মঙ্গলবার) তার হোয়াটসঅ্যাপে চিঠিটি পাঠানো হয়। এর আগে তিনি বিষয়টি জানতেন না।”

তবে পেছনের তারিখে চিঠি প্রকাশ নিয়ে তিনি বলেন, “২৪ অক্টোবরেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। হয়তো তার আকস্মিক মৃত্যুর কারণে তা তখন প্রকাশ করা হয়নি।”

 

উল্লেখ্য, গত শনিবার রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসিম উদ্দিন আকন নিহত হন। চলতি বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছিল।

Link copied!