ফের শাহরুখের ‘কিং’ ছবির দৃশ্য ফাঁস, এআই নাকি সত্যি

বিনোদন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:১১ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি মানেই দর্শক-ভক্তদের আলাদা উন্মাদনা। এরই ধারাবাহিকতায় ‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই শাহরুখ-ভক্তরা এটির খবরাখবর জানতে মুখিয়ে আছেন। মাঝে শুটিং ফ্লোর থেকে ফাঁস হয় শাহরুখের একটি লুক, যেখানে নতুন হেয়ারস্টাইলে দেখা যায় তাকে। 

এবার নতুন একটি ভিডিও নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়েছে। অনেকেই বলছেন, এটি শাহরুখের ‘কিং’ ছবির দৃশ্য। অবশ্য অনেকে ভিন্নমতও পোষণ করেছেন। 

মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি ভিডিওর অংশে দেখা যায় অস্পষ্ট একটি ছবি। স্যুট পরে, তরবারি হাতে এক ব্যক্তিকে দেখা যায় প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সকলে একবাক্যে বলছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি শাহরুখ ছাড়া আর কেউ নন, এবং এটি তার আগামী ছবি ‘কিং’-এর অ্যাকশন সিকোয়েন্সের অংশ।

ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিং’ ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। অনুমান করতে পারছেন কাকে দেখছেন এই দৃশ্যে?

কেউ কেউ প্রশ্ন  তুলেছেন এই ভিডিও কি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত? যদিও এ নিয়ে মুখ খোলেনি ছবির টিম। এখনো ছবির টিমের তরফে আনুষ্ঠানিকভাবে ছবির কোনোরকম পোস্টার বা প্রচারঝলক সামনে আনা হয়নি। তবে অনেকেই অনুমান করছেন, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির প্রচারমূলক অনুষ্ঠান হলেও হতে পারে।

শাহরুখ ছাড়াও ‘কিং’ ছবিতে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা। এটি পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন শাহরুখ-সিদ্ধার্থ।

Link copied!