ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ পিএম

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এই দিবস পালনের আয়োজন করে। 
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।

হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “অ্যাকাউন্টিং দিবস মূলত অ্যাকাউন্টিং কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গকে উৎসাহ অনুপ্রেরণা প্রদানের জন্য প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়। ইউরোপ আমেরিকার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ এর মতো বিভিন্ন সংগঠন অ্যাকাউন্টিং সংশ্লিষ্ট পেশায় যারা সংযুক্ত রয়েছে তাদের উজ্জীবিত করার জন্য এবং এই পেশায় যেন বিশ্বব্যাপী সবাই আসতে পারে সেজন্য সবাইকে আকর্ষিত করার জন্য এই দিনটিকে আমরা উদযাপন করি।”

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এই দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এই দিবসটি পালন করা হয়।

Link copied!