বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর চতুর্থ সিজন আসছে। সিজন ৩–এর ইতিহাস গড়া সাফল্যের মধ্যেই এ ঘোষণা এসেছে।
২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।
নতুন মৌসুমে শ্রীকান্তের লড়াইটাও যে একেবারেই আলাদা, তা স্পষ্ট করে জানালেন মনোজ।
অভিনেতা মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩–এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। শ্রিকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে। শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল।
নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি.কে. বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।
আগের মতোই ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা।
আপনার মতামত লিখুন :