জাবিপ্রবিতে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির, সম্পাদক মিনহাজ

ইয়াসির আরাফাত , জাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘চট্রগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুইজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও ছয়জন শিক্ষকের সমন্বয়ে গঠিত উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। 

নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আরাফাত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩য় ব্যাচে অধ্যয়নরত।

এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি সামিয়া দেওয়ান মাহি, সোহেল রানা, মোজুল ত্রিপুরা ও মো. মোস্তাকিম; যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ সজরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক তাসমিয়া ইয়াসমিন মুমু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ্ নেওয়াজ আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফাতেমা আক্তার, ক্রীড়া সম্পাদক রাজেশ চাকমা, সাংস্কৃতিক সম্পাদক  জান্নাতুল নাহার, ছাত্রী সম্পাদীকা  ক্রাচিংনু মারমা, আপ্যায়ন সম্পাদক জাহিদ হাসান, সমাজসেবা সম্পাদক ফাহিমা আক্তার রিদন ৷ 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মিনহাজ বলেন, ‘চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, একাডেমিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি শক্তিশালী ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করবো।’

নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করা এবং নিজস্ব আঞ্চলিক সংস্কৃতি, ভাষা ও স্বাতন্ত্র্যতা বিকাশে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে এগিয়ে চলবো৷’

Link copied!