স্বামীর সমাধির পাশেই অন্তিম শয্যায় আপসহীন নেত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই অন্তিম শয্যায় গেছেন ‘আপসহীন’ এই নেত্রী।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গণতন্ত্রের মা’ খ্যাত বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়। এ সময় বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে তারেক রহমান সমবেতদের উদ্দেশ্যে মায়ের জন্য দোয়া চান।

 

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার ভোর ৬টায় বিএনপির প্রয়াত প্রধান মৃত্যুবরণ করেন।

Link copied!