কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া

বিনোদন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০১:০১ এএম

নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাদিয়া জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের সংসার আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি জানান অভিনেত্রী। তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

কন্যাসন্তান জন্মের খবরে আবেগঘন বার্তায় নাদিয়া লেখেন, “আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।”

উল্লেখ্য, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।

২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নাদিয়া গত দেড় দশক ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। নাটকের পাশাপাশি তিনি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

Link copied!