পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সহিদুল ইসলাম , পটুয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট মো মোতায়েন করা হয়।

ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন পবিপ্রবির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাসার খান।

এছাড়া উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Link copied!