জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী দুই দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৭ পিএম

গাজীপুর: আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানার একটি মামলায় দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী তার রিমান্ড মঞ্জুর করেন।  তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে। 

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এক সাংবাদিকের দায়ের করা মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে। 

তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিক মামলা দায়ের করেন।ওই মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। 

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান জানান, পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  তাহরিমার বাবা মো. সেলিম বলেন, যখন আমার মেয়ে তাহরিমাকে গ্রেপ্তার করে তখন আমি বাসায় ছিলাম না। আমি ৪০ দিন তাবলিগের চিল্লায় চলে আসি। জুলাই আন্দোলনে সরকার পতনের সময় আমার মেয়ে অংশগ্রহণ করে। তার বয়স ১৮ বছর। তবে আমার মেয়ের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। 

Link copied!