বগুড়ার সোনাতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ পৌর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সোনাতলা মাদ্রাসা মোড় এলাকায় ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জেলা গণ অধিকার পরিষদের সভাপতি খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি নারগিছ খাতুন, সহ-সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম লাজু, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক ইসরাফিল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মাসুদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলাম, গণ অধিকার পরিষদের পৌর আহ্বায়ক শাহ শওকত কবির, গণ অধিকার পরিষদ মধুপুর ইউনিয়ন আহ্বায়ক আবু রায়হান সহ গণ অধিকার পরিষদ সোনাতলা উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা সভাপতি খোরশেদ আলম বলেন, "সাধারণ মানুষের অধিকার আদায় এবং দেশে ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমাদের এই পথচলা। সোনাতলা পৌর শাখা উদ্বোধনের মাধ্যমে আজ আমরা তৃণমূল পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মের হাত ধরেই দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে। শোষিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে গণ অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী আগামী দিনে কাজ করে যাবে।"
পৌর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, তারা মাদক, দুর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং সোনাতলা পৌরসভার প্রতিটি ঘরে গণ অধিকার পরিষদের আদর্শ পৌঁছে দেবেন।
আপনার মতামত লিখুন :