'গীতার আলো, ঘরে ঘরে জ্বালো' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর কেন্দ্রীয় সংসদের আয়োজনে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা কার্যক্রম। জেলার বোদা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে প্রায় পাঁচশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্ত্তিক, সভাপতি বাগীশিক স্বাধীন রায়, অসীম কুমার রায়, সুমন্ত রায়, বিশ্বজিৎ, ধীরেন্দ্র নাথসহ পঞ্চগড় জেলার বাগীশিক শাখার সকল পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ কর্তৃক প্রথম বারের মতো একযোগে সারাদেশে এ বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এক ও অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হলো। পরীক্ষায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :