বাজিতপুরে আমিরুল হোসেন সুজনের মায়ের জন্য দোয়া ও শীতবস্ত্র বিতরণ

ইফরানুল হক সেতু , বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ১২:৩১ এএম

কিশোরগঞ্জের বাজিতপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মো. আমিরুল হোসেন সুজন তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। 

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা বাজিতপুরের বসন্তপুর গ্রামের নিজ বাড়িতে (কোম্পানি বাড়ি) এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। 

আমিরুল হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান ও লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল-এর সাবেক জেলা গভর্নর লায়ন ফিরোজুর রহমান ওলিও, লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল-এর সাবেক জেলা গর্ভনর লায়ন আবুল কাশেম, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুসলেহ উদ্দিন মাখন, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এডভোকেট আবদুর রহীম রেজু, বাজিতপুর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, র‌্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সদস্য নূর মোহাম্মদ বাচ্চু, উপজেলা যুবদলের সহ-সভাপতি ওয়াসিমুল হক, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রানা সিকদার, বাজিতপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান সাব্বির প্রমুখ।

এছাড়া আমিরুল হোসেন সুজনের আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় সর্বস্তরের মানুষ।

সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন আমিরুল হোসেন সুজন তার আম্মার স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে, হৃদয় ভেঙে পড়ে অসীম শূন্যতায়। 

অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, “সবাই আমার আম্মার জন্য করবেন, আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন।” 

এ সময় এলাকাবাসী ও উপস্থিত সবাই গভীর আবেগে দোয়া করেন মরহুমার রুহের মাগফেরাতের জন্য।

দোয়া পরিচালনা করেন বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে ৫০০ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয় এবং প্রায় ৩ হাজার মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Advertisement

Link copied!